বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

KM | ০৫ জানুয়ারী ২০২৫ ২১ : ০৯Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট-ফুটবল-সহ একাধিক খেলার খবরাখবর রাখেন তাঁরা। সেই সব ম্যাচের রিপোর্টিংও করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
ক্রীড়া সাংবাদিকরা যে বল পায়েও দারুণ সাবলীল এবং দক্ষ, তার পরিচয় পাওয়া গেল জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টে (এ শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ।
নামেই ফুটবল টুর্নামেন্ট। আসলে ছিল ফুটবল উৎসব। সেই উৎসবে যদি দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকেন, তাহলে তা সব অর্থেই পূর্ণতা পায়।
হাজারো ব্যস্ততার মধ্যেও মহারাজ রবিবার দুপুর দুপুর উপস্থিত হন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। তিনি আসার পরই উৎসাহ, উদ্দীপনা বেড়ে যায় বহুগুণে। অংশগ্রহণকারী সব দলগুলোকে তিনি উৎসাহ দেন। নিজে বল ঠেলে দেন গোলে। তাঁর ফুটবল প্রেমের কথা সবারই জানা। বল পায়ে মহারাজ সৌরভ ছড়িয়ে গেলেন ক্লাবের মাঠে।
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের প্রসঙ্গ উত্থাপ্পন করে সৌরভ বলেন, ''এরা সারাদিন খবরের পিছনে ছুটে বেড়ায়। আবার ফুটবলও খেলে দারুণ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে আমি বহু বছর ধরে রয়েছি। জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছি এই ক্লাবে। এখানে যতবার আসি, একেবারে হৃদয়ের টান অনুভব করি।''
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রেসিডেন্ট সুভেন রাহা বললেন, ''সৌরভ আমাদের পরিবারেরই অংশ।''
প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে মোট ২২টি দল অংশ নেয় এই ফুটবল উৎসবে। রবি-সোম দু'দিন ধরে হবে এই প্রতিযোগিতা। বেশ কয়েক বছর পরে ক্লাবের মাঠে ফেরে এই টুর্নামেন্ট। রবিবার আজকাল ওয়েব বিভাগ পরাস্ত হয় টিম ময়দানের কাছে।
ক্লাবের মাঠে সৌরভ আসার পরই উৎসাহের বাঁধ ভাঙে। প্রবল ভিড়ের মাঝেও মিডিয়া ফুটবল নিয়ে দীর্ঘক্ষণ ধরেই নিজের আবেগের কথা প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বলে যান, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে তিনি থাকবেন।
সৌরভ কন্যা সানা আজ লন্ডনে ফিরে যাচ্ছেন। সৌরভ স্বয়ং যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। কিন্তু হৃদয়ের টান কি কেউ উপেক্ষা করতে পারেন? সৌরভ বলেন, ''প্রবল ব্যস্ত। তার মধ্যেও এলাম ভালবাসার টানে।''
সকালে ফুটবলারদের সঙ্গে পরিচয় করে যান প্রাক্তন তারকা ফুটবলার আলভিটো ডি’কুনহা। এসেছিলেন, মহামেডান কর্তা বেলাল আহমেদ খান। ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক ছিলেন সারাক্ষণ।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্বাচিত টিমরা উঠেছে নক আউটে। সোমবার সেমিফাইনাল ও ফাইনাল। মহিলা সাংবাদিকদেরও একটি প্রীতি ম্যাচ হবে। বিকেলে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেবেন সদ্য সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন।
নানান খবর

নানান খবর

জিম্বাবোয়ের কাছেও হার মানল বাংলার বাঘরা, চার বছর পরে টেস্ট জয় মাসাকাদজাদের

খেলি না, খেলবও না, পহেলগাঁও হামলার পর পাক ক্রিকেট বোর্ডকে কড়া বার্তা বিসিসিআইয়ের

সিএবি টুর্নামেন্টে অভিষেকেই সাফল্যের জন্য হার্ভার্ড হাউজ স্পোর্টসের মেয়েদের দলকে সংবর্ধিত করলেন সৌরভ

বড় সমস্যায় ভিনিসিয়াস, নিষিদ্ধ হতে পারেন ২ বছরের জন্য

পাক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন এই প্রাক্তন অজি ক্রিকেটার

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা